Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                হাসপাতালে চিকিৎসা সেবা পাওয়া সকলের অধিকার।

  1.  বহি:বিভাগ সকাল ৮.০০হইতে বিকাল ২.৩০ পর্যন্ত (সরকারী ছুটি ব্যতীত) খোলা ।
  2.  জরুরী বিভাগ ২৪ঘন্টা খোলা (সরকারী ছুটির দিন ও অন্যান্য ছুটির দিন)।
  3.  বহি:বিভাগে বিদ্যমান সুযোগ সুবিধা অনুযায়ী সকল ধরনের চিকিৎসা সেবা এর পরামর্শ প্রদান।
  4.  সরবারহ সাপেক্ষে ঔষধ সমুহ বিনামুল্যে প্রদান চিকিৎসার  প্রয়োজনে ।
  5.  ভর্তি রোগীদের বিনা মূল্যে খাবার সরবারহ।
  6.  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত,মল ,মুত্র,কফ পরীক্ষ এবং এক্সরে সুবিধা ।
  7.  ডায়রিয়া রোগীদের জন্য ওআরটি কর্নার সহ ২৪ঘন্টা খোলা ।
  8.  দিনরাত্রী ২৪ঘন্টা প্রসুতী সেবা ।
  9.  যক্ষা ও কুষ্ট রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।
  10.  ০-১বয়সী শিশুদের ডিপথিরিয়া ও হুপিংকাশি ধনুষ্টকার, হাম.পোলিও, যক্ষ , হেপাটাইটিস, প্রতিষেধক টিকা প্রদান।
  11.  নিউমোনিয়া রোগীর চিকিৎসা সেবা ।
  12.  ০-৫বয়সী শিশুদের আইএমসিআই কর্নারে আলাদা ভাবে চিকিৎসা প্রদান।
  13.  ১৫-৪৯বছর বয়সী সিডিউল মোতাবেক টিটি ডোজ ধনুষ্টকারের টিকা প্রদান।